ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে দেশে ফিরলো কাবাডি দল

এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে দেশে ফিরলো কাবাডি দল

স্পোর্টস ডেস্কঃ  তৃতীয় এশিয়ান যুব গেমসে ঐতিহাসিক সাফল্য অর্জন করে আজ সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল। বাহরাইনে গেমসে প্রথমবারের মতো পদক জয়ের গৌরব নিয়ে ফেরা লাল-সবুজের প্রতিনিধিরা দেশের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

 

ব্রোঞ্জ পদক জয়ী দলকে বহনকারী বিমানটি আজ সন্ধ্যা সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা ফুল দিয়ে বালক ও বালিকা উভয় দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এশিয়ান যুব গেমসের ইতিহাসে এটাই বাংলাদেশের প্রথম পদক জয়। প্রথমবারের মতো এ আসরে অংশ নিয়েই বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলই ব্রোঞ্জ পদক জয়ের এই বিরল কৃতিত্ব অর্জন করে। এর ফলে, আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে না পারার আক্ষেপ এবার ঘুচল কাবাডি দলের হাত ধরে।

আরও পড়ুন

মেয়েদের কাবাডিতে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করে দেশের পদক জয়ের শুভ সূচনা করে।

মেয়েদের ঐতিহাসিক সাফল্যের পরপরই বাংলাদেশের ছেলেরাও একই ধারার পুনরাবৃত্তি করে ব্রোঞ্জ পদক জয় করে। কাবাডিতে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর বাংলাদেশ বালক দল দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। যদিও থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালে পৌঁছানোর সুযোগ হাতছাড়া হয় তাদের। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। তবে পদক জয় নিশ্চিত করে দেশের মুখ উজ্জ্বল করেছে এই তরুণ দল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার সামিউল আলীম।

ক্যাম্পাসে হয় মাদক সিন্ডিকেট থাকবে না হয় ডাকসু থাকবে — জিএস ফরহাদ

গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: ড. আসিফ নজরুল

ফারিণ খানের ‘মেঘছায়া’

প্রকাশ পেলো রফিকুল আলমের কন্ঠে নতুন দুই গান

আবহাওয়ার পরিবর্তনে সুস্থ থাকতে প্রয়োজন লবঙ্গ চায়ের