নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৫, ০৮:৫১ রাত
১ ইনিংসে ২ বোলারের হ্যাটট্রিকের রেকর্ড
অর্জুন শর্মা ও মোহিত জাঙ্গরা।
ইএক ইনিংসে দুই হ্যাটট্রিক! হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন! অবিশ্বাস্য ঘটনাই বটে! রঞ্জি ট্রফিতে আজ এমনি এক নজির গড়েছেন সার্ভিসেস দলের দুই বোলার অর্জুন শর্মা ও মোহিত জাঙ্গরা।
ক্যারিয়ারে অনেক উইকেট পাইলেও বিশেষ এই মূহূর্তের স্বাদ খুব কম বোলারই পেয়েছেন।
একই ইনিংসে সেই স্বাদ পেলেন অর্জুন-মোহিত। প্রথম হ্যাটট্রিক করেছেন স্পিনার অর্জুন। আসামের টিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থার মাঠে ১২তম ওভারে আসামের অধিনায়ক রিয়ান গরাগ, সুমিত ঘাড়িগাঁওকারকে আউট করার পরের বলেই শিবশঙ্কর রায়কে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি স্পিনার অর্জুন।
এতে চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিকের দেখা পায় রঞ্জি ট্রফি।
দ্বিতীয়টি পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। দুই ওভার মিলিয়ে এবার হ্যাটট্রিক করেন মোহিত। ১৫তম ওভারের শেষ বলে প্রদ্যুন সাইকিয়াকে বোল্ড করেন বাঁহাতি পেসার। এরপর ১৭তম ওভারের প্রথম দুই বলে ফেরান মুখতার হোসেন ও ভার্গব লাখারকে।
এতে রেকর্ড বুকে নাম তুলেন দুই বাঁহাতি বোলার।
দুই হ্যাটট্রিকে মাত্র ১০৩ রানেই অলআউট হয় আসাম। রঞ্জি ট্রফিতে অবশ্য দুই হ্যাটট্রিকের ঘটনা প্রথম নয়। তবে এক ইনিংসে দুই বোলারের প্রথম। এর আগে ১৯৬৩ সালে একাই দুটি হ্যাটট্রিক করেছিলেন সার্ভিসেসেরই পেসার জোগিন্দর রাও।
ভারতের সাবেক পেসারের আগে একাই দুটি হ্যাটট্রিক করেন আলবার্ট ট্রট। ১৯০৭ সালে সমারসেটের বিপক্ষে মিডলসেক্সের হয়ে একই ইনিংসে দুটি হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার হয়ে খেলা সাবেক পেসার।
সবমিলিয়ে এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা মোট ৫টি রয়েছে। বাকি দুটির একটি হচ্ছে ১৯৮৬ সালে জোহানেসবার্গে। অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দুটি হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লেরু। আর বিশ্বের তৃতীয় হ্যাটট্রিকটি ঘটে ১৯৯৬ সালে ক্যান্টারবুরিতে। হ্যাম্পশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক দুটি করেন কেন্টের ডিন হেডলি মার্টিন ম্যাকক্যাগ।
মন্তব্য করুন







