ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি
ঢাবি প্রতিনিধি: ইসলাম ধর্ম, পবিত্র আল কুরআন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার ফায়াজের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী প্রক্টর ড. এ. এফ. এম. মুস্তাফিজুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন ড. এ. কে. এম. নুর আলম সিদ্দিকী এবং অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনমন্তব্য করুন





_medium_1761311299.jpg)




