ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি সহপাঠীদের
ঢাবি প্রতিনিধি: ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী আবরার ফায়াজকে বিভাগ ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি তুলেছেন তাঁর সহপাঠীরা।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীরা লিখিতভাবে এই দাবি জানায়।
জানা গেছে, অমর একুশে হলের শিক্ষার্থী আবরার ফায়াজ (রোল: ০৬, রেজিস্ট্রেশন নং: ২০২২১১১১২) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশটকে কেন্দ্র করে বিভাগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই স্ক্রিনশটগুলোতে দেখা যায়, তিনি ‘Brbr Deng’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে ইসলাম, মহানবী (সা.), পবিত্র কোরআন এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, এক জায়গায় তিনি কোরআন পোড়ানোর ঘটনার প্রসঙ্গে ‘Unironically bhallagse’ মন্তব্য করেন এবং সব ধর্মকে ‘Inherently Terroristic’ বলে উল্লেখ করেন। তাঁর আরও কিছু বক্তব্যে ইসলামের মৌলিক বিশ্বাস ও নবী পরিবারের সদস্যদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে, যা অনেক শিক্ষার্থী ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন।
এ ঘটনায় বিভাগের শিক্ষার্থীরা আবরার ফায়াজের ছাত্রত্ব বাতিল ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।
আরও পড়ুনবিষয়টি নিয়ে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, “আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। আগামী সোমবার এই বিষয়ে একটি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, শিক্ষার্থীটি ২০২২ সালের দিকে তাঁর সমবয়সী কয়েকজনের সঙ্গে একটি ব্যক্তিগত গ্রুপে এসব মন্তব্য করেছিলেন, যখন তিনি নিজেকে ‘ডিজবিলিভার’ হিসেবে পরিচয় দিতেন। পরবর্তীতে ২০২৪ সালে তিনি ধর্মে প্রত্যাবর্তন করেন বলে তথ্য পাওয়া গেছে।”
অধ্যাপক রাজ্জাক বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দেখব—এই মন্তব্যে কেউ কষ্ট পেয়েছেন কি না। আমাদের লক্ষ্য হবে এমন সিদ্ধান্ত নেওয়া, যাতে কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত না লাগে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ বজায় থাকে।”
মন্তব্য করুন


_medium_1761311299.jpg)







