ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আদিবাসীর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আদিবাসীর মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সুনিল মুরমু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৮টায় উপজেলার রাণীগঞ্জ বাজারের নওরীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুনিল মুরমু উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের ওসমানপুরের নন্দনপুর এলাকার মৃত ময়েন মুরমু ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুনিল মুরমু সন্ধ্যার দিকে নওরীন ফিলিং স্টেশন সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় চালবোঝাই একটি ট্রাক (পিরোজপুর-ট ১১-০৩৪৪) তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তার শরীরের বাম হাত ছিঁড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ট্রাকটি আটক করে রাখেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জড়িত ট্রাকটি আটক করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আদিবাসীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরি, নৈশপ্রহরী আটক

আজ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ‘এল ক্লাসিকো’ লড়াই

সাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার আভাস

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ

রংপুরে শিশু পার্কের মিনি ট্রেনের চাপায় শিশু মৃত্যু; পরিবার নেয়নি ডেথ সার্টিফিকেট