পাবনায় বাঁশবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল দুই শিক্ষার্থীসহ ৩
পাবনা প্রতিনিধি : পাবনায় বাঁশবোঝাই ট্রাকের চাপায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
আজ রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম ভিটাপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে ভ্যানচালক আকরাম আলী (৫৬), জাফরাবাদ গ্রামের শামসুল মোল্লার মেয়ে তাসনিয়া খাতুন (১৩), পঞ্চমপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। এদের মধ্যে তাসনিয়া পাবনা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং তোহা একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে দু’জন শিক্ষার্থী ব্যাটারিচালিত ভ্যানে চড়ে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপরে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন। এসময় গুরুতর আহত হন আরও দুজন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঢাকা-পাবনা মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুনমাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করার পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন










