রংপুরের পীরগঞ্জে দাদিকে হত্যার অভিযোগে নাতি আটক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে দাদীকে হত্যার দায়ে নাতি অনিক হাসান হৃদয়কে (২০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার গভীর রাতে ঢাকা সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বড়ঘোলা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। আটক হৃদয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি গতকাল সোমবার সকালে বড় মজিদপুরের রফিকুলের পরিত্যাক্ত রাইচ মিল থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ভোররাতে উপজেলার বড়মজিদপুর থেকে আকলিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ। নিহত বৃদ্ধা আকলিমা বেগম ওই গ্রামের আব্দুল হাকিম মিয়ার স্ত্রী। ওই দিনই অজ্ঞাতনামা আসামি করে নিহতের ভাই রায়পুর ইউপির নখারপাড়ার ওবায়দুল হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুনপীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হৃদয় নিহত আকলিমা বেগমের নাতি, তার বড় ছেলে রাশেদুল ইসলামের ছেলে। হৃদয় গত শুক্রবার রাত ১টার দিকে ঢাকা থেকে হানিফ পরিবহনযোগে খেজমতপুরে নেমে পড়ে। রাতেই দাদা-দাদীর গ্রামে আসে। দাদী আকলিমার সাথে রাতের খাবারের পর খোশগল্পের এক পর্যায়ে তর্কে জড়িয়ে পড়লে দাদিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
মন্তব্য করুন