শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ
_original_1760968027.jpg)
নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে শ্রীলঙ্কা নারী দলকে ৮ বল থাকতে ২০২ রানে অলআউট করেছে বাংলাদেশ নারী দলে। ফলে ম্যাচ জিততে নিগারদের সামনে লক্ষ্য ২০৩ রান।
সোমবার (২০ অক্টোবর) মুম্বাইতে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তার তুলে নেন বিস্মি গুনারত্নেকে। দলের বোর্ডে রান যোগ হওয়ার আগেই উইকেটের পতন হয় লঙ্কান নারীদের।
এরপর ৭২ রানের জুটি গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা। সেই জুটি ভাঙেন স্বর্ণা চামারিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দলীয় ৭২ রানে। দ্রুত আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। হর্ষিতা সামারাবিক্রমা হন রানআউট আর কাভিশা দিলহারি স্টাম্পিং হন নাহিদার বলে। দুজনই করেন সমান ৪ রান। ১০০ রানে হারায় লঙ্কানরা ৪ উইকেট।
আরও পড়ুন
দ্রুত ৩ উইকেট হারানো লঙ্কান নারীদের হয়ে হাল ধরেন হাসিনি পেরেরা ও নিলাক্ষী ডি সিলভা। ৭৪ রানের জুটি ভেঙে যায় নিলাক্ষীর (৩৭) বিদায়ে। ১৭৪ রানে পঞ্চম উইকেটের পতন হয় স্বর্ণার দ্বিতীয় শিকারে।
এরপর ২৮ রান তুলতে বাকি ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে অলআউট করে দেয় বাংলাদেশের নারীরা। একা লড়াই চালানোর চেষ্টা চালানো হাসিনি পেরেরা ৮৫ রান করে স্বর্ণার তৃতীয় শিকারে পরিণত হন। এর বাইরে আনুষ্কা ২, সুগন্ধিকা কুমারি ১, উদেশিকা ৮ ও মালিকি আউট হন ৯ রান করে। ২ রান করে অপরাজিত ছিলেন ইনোকা। ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয় নিগারদের প্রতিপক্ষরা।
স্বর্ণা আক্তার সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। রাবেয়া খান পান জোড়া উইকেট। ১টি করে উইকেট পান মারুফা, নিশিতা ও নাহিদা।
মন্তব্য করুন