ঢাবি ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা নেতৃত্বে সাদমান ও মাহতাপ
_original_1760966403.jpg)
ঢাবি প্রতিনিধি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাদমান আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মাহতাপ ইসলাম।
রবিবার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আগামী তিন মাসের জন্য অনুমোদিত এই আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রাশেদ খান আদিব, সহ-সভাপতি সুমাইয়া মোস্তারী রিস্তী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সাদমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিব হোসেন গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ সামিয়া, দপ্তর সম্পাদক রাকিবুল আলম রুদ্র, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ নোমান এবং অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
আরও পড়ুনএছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহিন, ‘জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা’ বিষয়ক সম্পাদক মোফাচ্ছেল হক, রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক ওমর ফারুক, সমাজসেবা সম্পাদক ইসতিয়াক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুর রহমান, সাহিত্য সম্পাদক কৌফিক আদির, আইন বিষয়ক সম্পাদক মুনতাসীর রহমান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহাত খান টুলকি দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে মুরাদ হাসানকে মনোনীত করা হয়েছে।
মন্তব্য করুন