ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

জুবায়েদ হত্যা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনের শোক ঘোষণা

জুবায়েদ হত্যা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনের শোক ঘোষণা, ছবি: সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের ঘটনায় দুইদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ সোমবার শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় সিদ্ধান্ত হয়, ২১ ও ২২ অক্টোবর দুই দিন শোক পালন করা হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস চলবে। শোকের দুই দিনের প্রথম দিন শোক সভা এবং দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়জুড়ে শোক র‌্যালি করা হবে। পাশাপাশি স্থগিত থাকবে বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জুবায়েদের মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তাই এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিত করা হলো। সাজসজ্জা থাকলেও লাইট জ্বলবে না। জোবায়েদ হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবায়েদ হত্যা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনের শোক ঘোষণা

শাহজালাল বিমানবন্দরও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে : ইএবি সভাপতি

‘মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ’

ধেয়ে আসছে আরও শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে সিটি কোর্পোরেশন ঘোষণা

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আলোচিত বাংলাদেশি ‘তারকা যুগল’ গ্রেফতার