ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

‘মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ’

‘মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ’, ছবি: দৈনিক করতোয়া ।

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেছেন, মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এক সময় বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। এই ইনফরমেশন হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত। আমাদের প্রত্যাশা যারা তথ্য নিয়ে কাজ করবেন তারা যেন সমাজের রিয়েল চিত্রটা তুলে ধরেন। তাদের তথ্য যেন মনে হয় আস্থার জায়গা। তথ্য যেন নির্ভরযোগ্য হয়। 

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রংপুর বিভাগীয় যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম। দিবসের তাৎপর্য তুলে ধরে পাওয়ার পেজেন্টেশন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাজীব ঘোষ। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ’

ধেয়ে আসছে আরও শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে সিটি কোর্পোরেশন ঘোষণা

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আলোচিত বাংলাদেশি ‘তারকা যুগল’ গ্রেফতার

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

মিরপুরে অস্ত্র ঠেকিয়ে ফ্ল্যাটে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুটের অভিযোগ