বগুড়ার নন্দীগ্রামে প্রায় ৩শ’ মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

নন্দীগ্রামে (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে এক মরিচ চাষীর জমি থেকে পরিপক্ক মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ মরিচ চাষি গোলাম রব্বানী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাশগ্রাম সোনারপাড়ার কুশাপাড়া মাঠে।
মরিচ চাষী গোলাম রব্বানী জানান, ২৪ শতক জমিতে লাভের আশায় তুফান জাতের মরিচ চাষ করেছিলাম। চাষাবাদে প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকা ব্যয় হয়। আর দু-এক দিনের মধ্যেই জমি থেকে মরিচ তুলে বিক্রি শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার রাতে কে বা কারা তার মরিচ ক্ষেতের ২৫০ থেকে ৩শ’ টি মরিচ গাছ উপড়ে ফেলেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
আরও পড়ুনএবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, ঘটনাটি জানার পর ওই ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্থ কৃষককে কৃষি অফিস থেকে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন