ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে সালিশ বৈঠকে চুরির অপবাদ দেয়ায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। মোতালেব উপজেলার দেউলি ইউনিয়নের বিহারপুর মাস্টারপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

তার পরিবার ও গ্রামবাসী জানান, পাশে লস্করপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ছেলে মমিনের পুকুর থেকে বিভিন্ন সময় মাছ চুরি হয়। মাছ চুরি সংক্রান্ত গত শনিবার বিকেলে মমিন তার গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করেন এবং ওই সালিশে মোতালেবকে ডাকে আনেন। সালিশে মমিন তার পুকুরের মাছ চুরির ঘটনায় মোতালেবকে অভিযুক্ত করেন।

সালিশ বৈঠক থেকে উঠে গেয়ে মোতালেব বিষাক্ত ট্যাবলেট সেবন করে। তাকে অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের দাবি মিথ্যা চুরির অপবাদ দেয়ায় সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন

পুকুরের মালিক মমিন জানান, সালিশে মোকামতলা ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতেই সালিশ থেকে উঠে গিয়ে সে আত্মহত্যা করে। মোকামতলা ইউপি চেয়ারম্যান ফাহিমা বেগম জানান, তিনি সালিশে মোতালেবকে দেখেননি। তবে তিনি সালিশে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সালিশে চুরির অপবাদ দেয়ায় সে আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দিতে তিন বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই