রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে পরাজিত প্রার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘হারু পার্টি’। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে শুরু হয় এই ব্যতিক্রমী বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছাত্রদল, বাম জোট-সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, চারটি লক্ষ্য নিয়ে এ অনুষ্ঠান করা হয়েছে- রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতা করা, তাদের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করা, রাকসুকে দলীয় প্রভাবমুক্ত রাখা এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সক্রিয় থাকা।
অনুষ্ঠানের শুরুতে ছিল পরিচয় পর্ব ও বক্তব্য পর্ব। আয়োজকেরা জানান, এটি শুধু আনন্দ নয়, দায়িত্বেরও স্মারক। রাত পৌনে ৯টার দিকে মাঠে খেলাধুলা, সেলফি ও আড্ডায় মুখর ছিল অংশগ্রহণকারীরা। কেউ কেউ স্লোগান দেন- ‘হারু পার্টি, সবাই মিলে হারু পার্টি’, ‘তুমি কে, আমি কে, রাবিয়ান, রাবিয়ান’। অনুষ্ঠানে খাবারের আয়োজনও ছিল।
ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবির বলেন, আমরা হেরেছি, কিন্তু আমরা এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশ। বিজয়ীরা যেন তাদের ইশতেহার বাস্তবায়ন করেন, সেটি আমরা তদারকি করব।
আরও পড়ুনতিনি নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমানের প্রতি আবির আহ্বান জানান, আপনি প্রতিশ্রুতির কথা রেখেছেন বলেছিলেন- এখন সেটা বাস্তবে দেখান। স্বতন্ত্র এজিএস প্রার্থী শাহ পরাণ (লিখন) বলেন, আমরা হারিনি, বরং বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন দেখার শক্তিটা আরও বেড়েছে। বিজয়ীরা ভালো কাজ করলে আমরা পাশে থাকব, ভুল পথে গেলে প্রতিরোধ করব।
গত বৃহস্পতিবার ৩৫ বছর পর রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ৯০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাকসুর ২৩টি পদের মধ্যে ২০টিতে জয়ী হয় ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। বাকি তিন পদে জয় পান সালাহউদ্দিন আম্মার (জিএস), মোছা. নার্গিস খাতুন (ক্রীড়া সম্পাদক) ও তোফায়েল আহমেদ তোফা (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক)।
মন্তব্য করুন