ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হত্যা প্রচেষ্টা মামলার বাদি আলমগীর হোসেনকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের ছিলিমপুরে এ ঘটনা ঘটে। আহত আলমগীরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, আলমগীর হোসেন মাংসের ব্যবসা করেন। প্রতিদিন সকালে তিনি হোটেলে হোটেলে মাংস বিক্রি করে সন্ধ্যায় মাংস বিক্রির বকেয়া টাকা তোলেন। এই ধারাবাহিকতায় গতকালও তিনি মাংস বিক্রির টাকা তুলে বাড়ি ফিরছিলেন।

কিন্তু ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শহরের ছিলিমপুর পশ্চিমপাড়ায় একটি কবরস্থানের সামনে ৬-৭ জন দুর্বৃত্তের কবলে পড়েন। এ সময় তারা তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেন। আহত আলমগীর ছিলিমপুর মধ্যপাড়ার মৃত মনসুর আলীর ছেলে।

আরও পড়ুন

স্বজনরা অভিযোগ করেন, হামলাকারীরা আহত আলমগীরের ছেলে হত্যা চেষ্টা মামলার আসামি। কিছুদিন আগে তার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায় ওই দুর্বৃত্তরা। কয়েকদিন ধরে মামলা তুলে নিতে তাকে চাপ দিয়ে আসছিল তারা। কিন্তু তাদের চাপে তিনি মামলা তোলেন নি।

এ জন্য তারা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এই হুমকির পরই তাকে ছরিকাঘাত করা হলো। চিকিৎসকরা জানিয়েছেন তার অন্ডকোষে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে সদর থানার ওসি হাসান বাসির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দিতে তিন বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই