ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা- মহিদুল ইসলাম রিপন

৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা- মহিদুল ইসলাম রিপন

বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আপনাদের কাছে এসেছি। আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট আপনাদের কাছে পৌঁছে দিতে।

জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সকল ভোদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করে রাষ্ট্রকে মেরামত করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে বগুড়া সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালির বিভিন্ন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

বিএনপি নেতা রিপন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে একটি সুখি, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে, রাষ্ট্র মেরামতের সকল রূপরেখা উল্লেখ রয়েছে। এই কথাগুলো সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ করছি।

আরও পড়ুন

পতিত স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহায়তা করছে, তবে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের দেশ জনগণের জিম্মায় দিয়ে দিতে হবে। তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ দারিদ্র্য, দুর্নীতিমুক্ত, সুখি-সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ্।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতারা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা- মহিদুল ইসলাম রিপন

নওগাঁর পোরশায় ডাকাতি মামলার চার আসামি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দিতে তিন বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি