লালমনিরহাটে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের তমেরচৌপুতি এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। জাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ সির্ন্দুনা এলাকার আফছার আলীর ছেলে।
উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে তমেরচৌপুতি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। এসময় বালু ও পাথর পরিবহনের দু’টি ট্রলি জব্দ ও এই কাজে জড়িত থাকার দায়ে জাহিদুলকে আটক করা হয়। পরে তিনি দায় স্বীকার করায় আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে ট্রলি চালককে খালাস দেওয়া হয়।
আরও পড়ুনএনিয়ে কথা হলে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য করুন