কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় ১৭ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রোববার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলাবাহিনী। রোববার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে র্যাব-১১ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে। এছাড়া জেলা ডিবি পুলিশ ও কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীসহ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনকোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসসহ আশপাশ এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া করে ত্রাস সৃষ্টি ও সন্ত্রাসীমুলক কার্যকলাপ করায় পুলিশ সুপারের দিক নির্দেশনা অনুযায়ী ঘটনার পর থেকে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিকালে গ্রেপ্তারকৃত ১৭ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, কিশোর গ্যাং নির্মূলে র্যাব কাজ করে আসছে। এ ধরণের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন