ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ও টানা তার, ঝুঁকিতে পথচারী

রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ও টানা তার, ঝুঁকিতে পথচারী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া পৌরসভার দক্ষিণ মুরাদপুর এলাকায় চলছে সড়ক সংস্কারের কাজ। কিন্তু সেই কাজ চলছে একেবারে ঝুঁকি উপেক্ষা করে। রাস্তার মাঝখানেই রেখে দেওয়া হয়েছে বৈদ্যুতিক খুঁটি ও খুঁটি সোজা রাখার টানার তার (স্টে-ওয়ার)। এতে করে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের কাজ হলেও নেই কোনো সমন্বয়, পরিকল্পনা বা দায়িত্বশীলতার ছোঁয়া।

জানা গেছে, পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় দক্ষিণ মুরাদপুর এলাকায় বায়েজিদের দোকান থেকে শাহিন আলমের জমি পর্যন্ত ৫৭০ মিটার রাস্তা পাকা করার কাজ চলছে। প্রায় ৩৮ লাখ টাকার এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নাটোরের “আরাবি কনস্ট্রাকশন।

স্থানীয়রা বলছেন, কাজ শুরু হওয়ার আগেই বিদ্যুৎ অফিসের সাথে পৌরসভার সমন্বয় করা হলে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতো না। এখন রাস্তার মাঝখানে খুঁটি ও টানার তার রেখে কাজ চলায় পথচারী, মোটরসাইকেল আরোহী ও ছোট যানবাহনের চালকরা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন।

শাহিন আলী বলেন, এটা একেবারে অপরিকল্পিত কাজ। রাস্তা করার আগে বিদ্যুৎ অফিসের সাথে সমন্বয় করা হয়নি। কালভাট নির্মাণের কথাও ছিল, সেটাও করা হয়নি। এইভাবে উন্নয়ন কাজ করলে জনগণের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ঠিকাদার সুজন আলী বলেন, রাস্তার পাশের এক বাড়ির মালিক রাস্তা সোজা না রেখে জোর করে একটু সরিয়ে দিতে বাধ্য করেছেন। এতে করে খুঁটির টানার তারটা রাস্তার মধ্যে পড়ে গেছে। এখন রাস্তা সংস্থার কাজ শেষ করতে গিয়ে আমাদেরও বিপাকে পড়তে হচ্ছে।

আরও পড়ুন

পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, দক্ষিণ মুরাদপুর এলাকায় ৫৭০ মিটার রাস্তার কাজ চলমান। একটি বৈদ্যুতিক খুঁটি ও একটি টানার তার রাস্তার মধ্যে পড়েছে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে। খুব শিগগিরই খুঁটি ও টানার তার অপসারণের ব্যবস্থা করা হবে।

অন্যদিকে বাগাতিপাড়া বিদ্যুৎ অফিসের এজিএম (ওএন্ডএম) মোমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের জানানো হয়নি। পৌরসভা থেকে লিখিতভাবে আবেদন করলে নিয়ম অনুযায়ী আমরা খুঁটি ও টানার তার অপসারণ করব।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুঁটি ও টানার তার সরানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, রাস্তা উন্নয়নের আগে পৌরসভা, বিদ্যুৎ অফিস ও ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে যথাযথ সমন্বয় না থাকলে এ ধরনের দুর্ঘটনাপ্রবণ পরিস্থিতি বারবার তৈরি হবে। তারা দ্রুত খুঁটি ও টানার তার সরিয়ে রাস্তা চলাচল উপযোগী করার দাবিও জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ও টানা তার, ঝুঁকিতে পথচারী

তীব্র পানি সংকট ও চরম অনিশ্চয়তায় তিস্তাপাড়ের মানুষ

বাংলাদেশের পর এবার স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজও

ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি কনসার্ট

শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে গভীর অনুভূতি প্রকাশ অভিনেত্রীর