ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে গভীর অনুভূতি প্রকাশ অভিনেত্রীর

ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে গভীর অনুভূতি প

শীতকাল এলেই গ্রামবাংলার পথে-প্রান্তরে মাইকে যাত্রাপালার ঘোষণার কথা শোনা যেত। ঢোলের শব্দে মুখরিত হতো লোকালয়, মঞ্চে জীবন্ত হয়ে উঠত পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনি, মাটির গল্প। কিন্তু সময়ের চাকা ঘুরতে ঘুরতে আজ সেই দৃশ্য বিলুপ্তির পথে। 

আবহমান বাংলার লোকসংস্কৃতির এই প্রাণবন্ত রূপটি হারিয়ে যাওয়ার আক্ষেপ নিয়ে ভিডিও পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে এই অভিনেত্রী দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে তার গভীর অনুভূতির কথা তুলে ধরেছেন। তার প্রশ্ন, ‘কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?’

চমক তার পোস্টে লেখেন, ‘যে মঞ্চে একসময় গমগম করতো ঢোলের শব্দ, আমাদের মাটির গল্প, আমাদের পূর্বপুরুষের হাসি-কান্না, আমাদের শেকড়। সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে।

আরও পড়ুন

অভিনেত্রীর মতে, যাত্রাপালা কেবল বিনোদন নয়, এটি বাঙালির লোকসংস্কৃতি ও লোকবিশ্বাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি বলেন, ‘এই যাত্রাপালা শুধু নাটক না, এটা ছিল বাঙালির লোকসংস্কৃতি, লোকবিশ্বাস, লোকআত্মা। যেখানে অভিনেতা আর দর্শকের মাঝে কোনো পর্দা ছিল না ছিল শুধু মাটির গন্ধ আর প্রাণের সংযোগ।

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে গভীর অনুভূতি প্রকাশ অভিনেত্রীর

শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গু : আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার

ঝিনাইদহে সরিষার তেলে পোড়া মবিল মেশানোর দায়ে একজনের যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় চা দোকানিকে কুপিয়ে হত্যা