ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

“আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না”

“আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না”, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। টিভি ধারাবাহিকে দাপটের সঙ্গে কাজ করছেন ৩২ বছর বয়সি শ্বেতা। কিছু দিন আগে এ অভিনেত্রী বলেন—“আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।” 

শ্বেতার এ বক্তব্য নিয়ে আলোচনা কম হয়নি। টলিউডের বেশ কজন অভিনেত্রী তার পাশে দাঁড়ান। শ্বেতার পর শ্রুতি দাসকেও একইরকম বক্তব্য দিতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।   সম্প্রতি তার অভিনীত ‘জেয়ার ভাটা’ ধারাবাহিক প্রচারের এসেছে। এই ধারাবাহিকের মাধ্যমে প্রায় দুই বছর পর ছোট পর্দায় ফিরেছেন শ্রুতি। মূলত, এ নাটকের পোশাক পরা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী। 

আরও পড়ুন

শ্রুতি দাস বলেন, “আমি একজন রানি, আমার শরীর দেখিয়ে কিছু প্রমাণ করার দরকার নেই। আমি জানি আমার মূল্য কত, আমার যা দরকার সবই আছে। আমি মনোযোগ চাই না, আমি আপনার সম্পূর্ণ সম্মান চাই।” 

নিজেকে ‘সিংহী’ দাবি করে শ্রুতি দাস বলেন, “আমি সেই সিংহী, যে সবার জন্য লড়েছি। আমি সেই ফিনিক্স, যে ছাই থেকে উঠে এসে, নিজের সাম্রাজ্য গড়ছি। আমার জীবনে একমাত্র ড্রামা হলো চোখের পাতা, ভিড়ের মাঝেও যা আমাকে আলাদা করে চেনা যায়।”  শ্রুতি তার খেলার নিয়ম বদলের দাবি করে বলেন, “আমি তোমার চোখের মিষ্টি সাজ নই, আমি আত্মার খাবার। আমি আমার বুদ্ধি দিয়ে আমি তোমার ভেতরের সত্যটা দেখি। আমি আমার খেলার নিয়ম বদলেছি, হ্যাঁ যেমন বলেছিলাম। সময় যেতে যেতে ভাগ্যও বদলে যায়, ভালোবাসতে থাকো।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে সড়কে নিহত ৪২৮ জন : রোড সেফটি ফাউন্ডেশন

বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা

এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : মির্জা ফখরুল  

নেপালে দুদিনেই নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর অনুকরণীয় দেশ : বাণিজ্য উপদেষ্টা