ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফরিদা আপার কণ্ঠ তীরের মতো হৃদয় স্পর্শ করতো : কনকচাঁপা

ফরিদা আপার কণ্ঠ তীরের মতো হৃদয় স্পর্শ করতো : কনকচাঁপা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন অসুস্থতার পর শনিবার মারা গেছেন সংগীতশিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যু সংবাদ পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান সংগীতশিল্পী কনকচাঁপা। 

সেখানে ফরিদা পারভীনকে নিয়ে শোক প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আক্ষেপের কথাও বলেন তিনি। তার মতে, একজন শিল্পী মারা যাওয়ার পর অনেকেই পাপ-পুণ্য, দোজখ-বেহেশত নিয়ে কথা বলেন, যা উচিৎ নয়। কনকচাঁপা বলেন, ‘ফরিদা পারভীন আপা লালনগীতে যে জনপ্রিয়তা সৃষ্টি করেছিলেন, পুরো জায়গাটি তিনি শূন্য করে নিজের সঙ্গে নিয়ে গেলেন। যারা লালনগীতি শুনতাম, ফরিদা আপাকেই শুনতাম। মূলত যারা লালনের আখড়ায় গান করেন তাদের গান একরকম, আর ফরিদা আপার গান আরেকরকম। আখড়া থেকে গান তুলে এনে আপা উপস্থাপন করেছেন।’

তিনি আরও বলেন, ‘তার কণ্ঠে মায়া, শুধু লালনের কথা বললে তাকে ছোট করা হবে। তার কণ্ঠ অনাবদ্য। এক কথায় বলতে গেলে, ফরিদা আপার কণ্ঠ তীরের মতো হৃদয় স্পর্শ করতো। ভরাট একটা সংগীতাঙ্গন দেখে আমি বড় হয়েছি; সেটাই ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমাদের মাথার ওপর যারা বটবৃক্ষের মতো ছিলেন, তাদের আমরা হারিয়ে ফেলছি। আমরা খুবই অসহায় হয়ে যাচ্ছি।’ পরে খানিকটা আক্ষেপ ব্যক্ত করে কনকচাঁপা বলেন, ‘সাধারণ মানুষ মনকে আনন্দিত করতে গান শোনেন। কিন্তু যখন কোনো শিল্পী মারা যান তখন পাপ-পুন্য, দোজখ-বেহেশত নিয়ে তারা অনেক কথা বলেন। সেই মন্তব্যগুলো দেখলে আমি ভীত হয়ে যাই, আমাদের খুব খারাপ লাগে। একজন মানুষের দাফন সম্পন্ন হয়নি, তখন থেকেই তিনি কত নম্বর দোজখে বা বেহেশতে যাবেন- এসব নিয়ে আলোচনা চলে।’

আরও পড়ুন

কনকচাঁপা অনুরোধ করেন, ‘যারা অনলাইন বা সামাজিকমাধ্যমে সক্রিয়, তাদের কাছে আমার বিনীত অনুরোধ-শিল্পীদের এতো পাপী ভাববেন না। আমাদের দেশে পাপ অনেক জায়গায় আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে; কিন্তু আমরা শিল্পী, আমরা শুধু গান করি। আমাদের ঘুষ খাওয়ার জায়গা নেই, দুর্নীতির জায়গা নেই, মিথ্যাচার করার জায়গা নেই, আমাদের অন্যায় করার জায়গা নেই।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার

ভালো দাম পেয়ে খুশি চাষিরা সুদিন ফিরছে সোনালী আঁশে

নুরের ওপর হামলা: ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি

অতিরিক্ত ফি নির্ধারণের প্রতিবাদে বোনারপাড়া সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন