ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিয়ে না করেই ভারতে ফিরে গেল সেই তরুণী

বিয়ে না করেই ভারতে ফিরে গেল সেই তরুণী

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে প্রেমের টানে কাঁটাতারের বেড়া পেরিয়ে এলেও বিয়ে না করেই ফেরত যেতে হলো ভারতীয় তরুণী রিংকি বেগমকে। গতকাল শনিবার সন্ধ্যার আগে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ওই তরুণীকে হস্তান্তর করা হয় বলে জানান বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ আশরাফুল ইসলাম।

গত ৮ সেপ্টেম্বর প্রেমিক রবি প্রেমিকা রিংকি বেগমকে বিয়ে করার প্রলোভন দেখানোয় দুই দেশের চোরাকারবারিদের সহায়তায় ভোররাতে কৌশলে কাঁটাতারের সীমান্ত ঘেরা বেড়া অতিক্রম করে বাংলাদেশে আসে রিংকি।

বাংলাদেশে খাবার রেস্তোরাঁয় খাবার খেতে গেলে স্থানীয় লোকজনের কবলে পড়ে মেয়ের দুঃসম্পর্কের চাচা শফিকুল ইসলাম বাপ্পি তাদের বাসায় নিয়ে যায়। পরবর্তীতে প্রেমিক রবি লাপাত্তা হয়ে যায় এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিয়ের দাবিতে রিংকি বেগম ৫ দিন ধরে তার চাচার বাসায় থাকলেও বিষয়টি পারিবারিকভাবে ধামাচাপা দিতে প্রেমিক রবির বড় বোন শিখা রিংকি বেগমকে ভয়-ভীতি দেখায় এবং রবিকে লুকিয়ে রাখে।

এ বিষয়ে রবির দাদা বলেন, আমি রাজি মেয়েকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার নাতি রবিকে পাওয়া যাচ্ছে না। রবিকে পেলেই আমি বিয়ের ব্যবস্থা করতাম।  রিংকি বেগম (২০) ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার কড়াই ক্রান্তি গ্রামের আব্দুল রহিমের মেয়ে। আব্দুল রহিম বলেন, দুই-দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজিবি ও বিএসএফ সদস্যদের সহায়তায় মেয়েকে পেয়ে আমি খুশি।

আরও পড়ুন

ভারতে যাওয়ার সময় রিংকি বেগম বলেন, রবির সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ পরিচয়, পরে দেড় বছরের সম্পর্কে ভারতে আমার পরিবার বিয়ে ঠিক করলে আমি রবির আশ্বাসে রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলেও রবির পরিবার আমায় মেনে না নিয়ে রবিকে লুকিয়ে রেখে আমাকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। আমি হেরে গেলাম, জিতে গেল রবি। পুরো ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার ঝড় তোলে।

রিংকি বেগমকে তার বাবা আবদুর রহিমের কাছে হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ভারতের ময়নাগুড়ি থানার ইনচার্জ সুবাল ঘোষ, বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্টর ইনচার্জ আশরাফুল ইসলাম, পাটগ্রাম থানার এসআই শাহজাহান, বুড়িমারী বিওপি ক্যাম্প কমান্ডার হাফিজুল ইসলাম, বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টের কমান্ডার আনজারুল ইসলামসহ বিএসএফর বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

বগুড়া শহরের বৌ বাজার এলাকার দুই হোটেলে লাখ টাকা জরিমানা

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

জয়পুুরহাটের বাগজানায় গৃহবধূর প্রাণ রক্ষা করলেন রেলওয়ের গেটম্যান

রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় বিভাগ চ্যাম্পিয়ন বগুড়া জেলা

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে যুক্ত হলো ৭টি বাস