জয়পুুরহাটের বাগজানায় গৃহবধূর প্রাণ রক্ষা করলেন রেলওয়ের গেটম্যান

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানায়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে রেললাইনে আত্মহত্যার চেষ্টার সময় গৃহবধূকে রক্ষা করেছেন রেলওয়ে গেটম্যান। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ওই গৃহবধূকে উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পন্ডিতপুর গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাবরিনা আফরোজ শেফার সঙ্গে বিয়ে হয় ধরঞ্জী ইউনিয়নের রতনপুর (জোড়পুকুর) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুদুর রহমানের। কিছুদিন ঘর-সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর শেফা ঢাকায় গার্মেন্টসে চাকরি নেন।
পরবর্তী সময়ে মাসুদুর রহমান আবারও ফোনে শেফার সাথে যোগাযোগ করে এবং পুনরায় বিয়ের আশ্বাস দেন। এক পর্যায়ে মাসুদুর রহমান, শেফার সঙ্গে যোগাযোগ বন্ধ করলে; গতকাল শনিবার রাতে স্বামীর দাবিতে মাসুদুরের বাড়িতে আসেন। এসময় মাসুদুর ও তার পরিবারের লোকজন তাকে মেনে না নিয়ে স্বামী ও শাশুড়ি মিলে মারপিট করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
আরও পড়ুনএতে ক্ষোভ ও রাগে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ট্রেনে কেটে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার মো. নূরুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। গৃহবধূটি কেন আত্মহত্যার পথ বেছে নেন কারণ উদঘাটনের তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন