ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ছাগি নয় দুধ দিচ্ছে পাঁঠা !

ছাগি নয় দুধ দিচ্ছে এক পাঁঠা।

ছাগি নয় দুধ দিচ্ছে এক পাঁঠা। কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদপুরের ক্যানেলপাড়া এলাকায় একটি পাঁঠা দুধ দিচ্ছে । এমন ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য। খামারি আবুল কাশেমের খামারে থাকা তিন বছর বয়সী একটি পাঁঠা প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে বলে দাবি করেছেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই পাঁঠাটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।


পাঁঠাটিকে দেখতে গিয়ে দেখা গেছে, কালো রঙের ওই ছাগলটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। উপস্থিত জনতার অনুরোধে খামারির স্ত্রী সেলিনা বেগম দুধ সংগ্রহ করে দেখান। 

তিনি জানান, প্রতিদিন নিয়মিতভাবে দুধ সংগ্রহ করছেন এবং অনেকেই কৌতূহলবশত সেই দুধ খাচ্ছেন বা বাসায় নিয়ে যাচ্ছেন।


খামারি আবুল কাশেম বলেন, আমার খামারে ৫০-৬০টি পাঁঠা আছে। এর মধ্যে একটিকে এক সপ্তাহ আগে দুধের ওলানসহ দেখতে পাই। হাত দিয়ে চাপ দিতেই দুধ বের হতে থাকে।

আরও পড়ুন

এ ঘটনা অলৌকিক মনে হলেও প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কুষ্টিয়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, এটি বিরল ঘটনা হলেও অলৌকিক নয়। আমরা বিষয়টি পরীক্ষা করে দেখেছি। এটিকে জেনেটিক বা হরমোনজনিত বলে ধরা হয়। হরমোন ভারসাম্যের গোলযোগের কারণে পুরুষ ছাগলের শরীরে দুধ উৎপন্ন হতে পারে।

তিনি আরও জানান, দুধটি খাওয়ার উপযোগী কি না, তা নিশ্চিত হতে ল্যাব পরীক্ষার প্রয়োজন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

আগামী ঈদের জন্য নাটকে অভিনয়ে ব্যস্ত অহনা

বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উৎসব পরিদর্শন করলেন ডিসি