পুরান বগুড়ায় বিদ্যুস্পৃষ্টে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার : পুরান বগুড়া হিন্দুপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দীপ রায় (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, ছেলেটি পুরান বগুড়া হিন্দুপাড়ায় ননী গোপালের বাড়িতে খালার পরিবারের সাথে থাকতো। সে শহরে একটি দোকানে চাকরি করতো।
আজ বুধবার (২০ আগস্ট) বেলা ৩ টার দিকে ছেলেটি দুপুরের খাবার খেতে বাড়িতে আসে। কিন্তু তরকারি রান্না না হওয়ায় সে অন্তর নামে এক শিশুকে সাথে নিয়ে ওই বাড়ির নির্মানাধীন তিনতলায় যায়। এরপর কৌতুহলবশত দোতলার ফলস ছাদে নামার চেষ্টা করে। কিন্তু নোমার চেষ্টার সময় বিদ্যুতায়িত হয়। এসময় বিকট শব্দ হয়। এ সময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুনউল্লেথ্য, ওই বাড়ির পাশ দিয়ে ১১ হাজার ভোল্টেজের তার টানা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই তারে কোনভাবে স্পর্শে সে বিদ্যুৎতায়িত হয়ে মারা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন