ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবানে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, গ্রেফতার ২

বান্দরবানে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, গ্রেফতার ২

বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।

আরও পড়ুন

ভুক্তোভোগীর স্বামী বলেন, তিনি অনেক রাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। রোববার রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। বাড়িতে একা থাকার সুযোগে লম্পটগুলো তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। রাতেই তিনি বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণের সব আলামত সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতার দুই ব্যক্তি এখন থানা হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা