ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া শহরের বৌ বাজার এলাকার দুই হোটেলে লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের বৌ বাজার এলাকার দুই হোটেলে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বগুড়া শহরের বৌ বাজার এলাকাস্থ সুজনের ভর্তা হোটেল ও ভর্তা হোটেল নামক দুইটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠান দুইটির খাবারের স্থান, রান্নাঘর এবং ভর্তা তৈরীর স্থানগুলো পরিদর্শন করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ নষ্ট খাবার ফ্রিজে সংরক্ষণ করতে দেখা যায়। খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায়। বাড়িতে তৈরিকৃত ভর্তার স্থানটি তেলাপোকাযুক্ত ছিল।

এছাড়াও বাড়িতে বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাসের যথেচ্ছা ব্যবহার করতে দেখা যায়। এ সকল অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে রান্নাঘরসহ সংশ্লিষ্ট সকল খাদ্যপণ্য প্রস্তুতের স্থান গুলো পরিবর্তন পূর্বক নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকারের বগুড়া জেলা কার্যালয়ে অবগত না করলে পরবর্তীতে কঠিন আইন প্রয়োগের বিষয়টিও অবগত করা হয়।

আরও পড়ুন

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সহকারি পরিচারক মো. রাসেল এবং ভোক্তা অধিকার অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক অভিযানে নেতৃত্ব দেন। এবং এই অভিযান অব্যহত থাকবে বলে জানান। অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টীম সহযোগিতা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উপলক্ষে মার্কেটগুলোতে ভিড় বাড়ছে