ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় আহত আরও এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় আহত আরও এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় আহত আমির হোসেন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আমির হোসেন কাশিয়াহাটা এলাকায় মৃত মদিনা প্রামাণিকের ছেলে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। এদিকে এ ঘটনায় প্রাইভেটকারের দুই আরোহীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

তারা হলেন- সিরাজগঞ্জ শহরের ১নং খলিপা পট্টি মহল্লার শিবলি সাদিকের ছেলে তকিতা হামিদ (২০) ও ধানবান্ধি মহল্লার মো. আব্দুল খালেকের ছেলে ফেরদৌস ওয়াহিদ রাকিব (২২)। গতকাল শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম। তিনি বলেন, গতকাল শনিবার ভোরে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির হোসেন।

এসআই আমিরুল আরও বলেন, গত শুক্রবার সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কাশিয়াহাটা বাজার এলাকায় একটি দোকানের ফজরের নামাজ পড়ে কয়েক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি দ্রুতগামীর প্রাইভেটকার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় হাফিজুল ইসলাম নামে এক ব্যক্তি।

আরও পড়ুন

এতে গুরুতর আহত হন আমির হোসেন। তাকে ওইদিন দুপুরেই ঢাকায় শমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির। প্রাইভেটকারের দুই আরোহীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উপলক্ষে মার্কেটগুলোতে ভিড় বাড়ছে