তারুণ্যের উৎসব ২০২৫
রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় বিভাগ চ্যাম্পিয়ন বগুড়া জেলা

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বয়স ভিত্তিক রাজশাহী বিভাগীয় রোলার স্কেটিং প্রতিযোগীতায় সর্বোচ্চ মেডেল অর্জন করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা। গত শুক্রবার ১২ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যদিয়ে বগুড়ার টেনিস কাভার্ড ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পিড রোলার স্কেটিংয়ে রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে ৫টি জেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদে স্কেটার অংশগ্রহণ করে।
উক্ত স্কেটিং প্রতিযোগীতায় মেয়েদের ৪ থেকে ১৬ বছর বয়সী স্কেটারদের ৬টি বিভাগ ও ছেলেদের ৪ থেকে ১০ বছর বয়সী স্কেটারদের ৩টি বিভাগ সহ মোট ৯টি বিভাগে খেলা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ৬টি বিভাগের ১৮টি শিরোপার মধ্যে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রঞ্জসহ সর্বমোট ৯টি মেডেল অর্জন করে শীর্ষস্থান অর্জন করে বগুড়া জেলা। এছাড়াও ৮টি মেডেল অর্জন করে ২য় স্থানে নওগাঁ জেলা এবং ৭টি মেডেল অর্জন করে ৩য় স্থানে রাজশাহী জেলা ও অন্যান্য জেলা মিলে মোট ৩টি সহ সর্বমোট ২৭টি মেডেল অর্জন করতে রাজশাহী বিভাগের ৪ টি জেলা বগুড়া, রাজশাহী নওগাঁ ও নাটোর জেলার মোট দেড়’শ ক্ষুদে স্কেটার শিরোপা জয়ের এই লড়াইয়ে অংশ নেয়।
আরও পড়ুনবয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় বগুড়া জেলার মেয়েদের মধ্যে বিভিন্ন বিভাগে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন মাহনুর ফালিহা লাইবা (স্বর্ণ), সাবরিনা আক্তার (ব্রঞ্জ)। আরাদ্ধা মৃত্তিকা চৌধুরী (স্বর্ণ), জারা চৌধুরী (ব্রঞ্জ), জাফনুন আলম মারিয়া (স্বর্ণ), মেঘাত্রি সরকার (রৌপ্য), অনিন্দিতা (রৌপ্য), প্রকৃতি সরকার(স্বর্ণ),এ ছাড়া ছেলেদের তিনটি গ্রুপের মধ্যে একটিতে (স্বর্ণ) অর্জন করে নাইম হাসান।
মন্তব্য করুন