বগুড়ার দুপচাঁচিয়ায় তিন জুয়াড়িসহ গ্রেপ্তার চার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানার পুলিশ গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার চ্যাঙ্গা এলাকায় তাস দিয়ে জুয়া খেলার সময় জুয়াড়ি চেঙ্গা গ্রামের মৃত মনতাজের ছেলে মামুন (৪৮), ডিমশহর গ্রামের নুরুল হকের ছেলে ওসমান গণি (৪৫) ও ডিমশহর চকরামপুর গ্রামের হাফিজারের ছেলে বাচ্চু মিয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলার তাস ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানামুলে শহরতলা গ্রামের মৃত শেপু প্রামানিকের ছেলে শহিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনথানার অফিসার ইনচাজ (ওসি) ফরিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার (৪ নভেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন