বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহাপাড়ায় তুচ্ছ ঘটনায় স্বামীর ওপর অভিমান করে মারুফা বেগম (২০) নামে এক গৃহবধূ গতকাল মঙ্গলবার রাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার তালোড়া পৌরসভার শাহাপাড়ার ওমর ফারুক শাহ্ সাথে স্ত্রী মারুফা বেগমের ঘটনার দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
এরপর ওমর ফারুক বাড়ির বাইরে গেলে রাত পৌনে ১০টার দিকে মারুফা সবার অগোচরে শয়ন ঘরের তীরের সাথে ওড়না বেঁধে ফাঁস দেয়। স্বামী বাহির থেকে ফিরে এসে ঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ মারুফাকে দেখতে পান।
আরও পড়ুনস্থানীয় লোকজনের সহায়তায় ওড়না কেটে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন