ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, খামার থেকে মরদেহ উদ্ধার

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, খামার থেকে মরদেহ উদ্ধার

বাগেরহাটে চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করার ঘটনা ঘটেছে।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামে সাবেক এমপি শেখ হেলালের এপিএস ফিরোজ হাওলাদারের পরিত্যক্ত গাভীর খামারের সিঁড়ির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চালক শহিদুল ইসলাম মোল্লা (৪৫) শহরতলীর মুনিগঞ্জ মহিলা কলেজ রোডের বাসিন্দা এবং নুর ইসলাম মোল্লার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ফিরোজ হাওলাদারের পরিত্যক্ত গাভীর খামারে ইজিবাইক চালকসহ তিনজন ভিতরে যায়। এরপর সেখান থেকে দুজন বেরিয়ে আসে। রোববার বিকেলে তাদের স্বজনরা খুঁজতে খুঁজতে ওই এলাকায় আসলে এলাকাবাসী পরিত্যক্ত গাভীর খামারে একটি ব্যাটারিচালিত অটো যাওয়ার কথা বলে। এ সময় সজনরা ভবনের নিচ তলা সিঁড়ির নিচে মুখে স্কচটেপ পেঁচানো ইজিবাইক চালক শহিদুল মোল্লার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ জেলা হাসপাতালে পাঠায়। 

আরও পড়ুন

নিহতের স্বজনরা জানান, শহিদুলের গলায় কালো দড়ি দিয়ে বাধা চোখে ও মুখে আঘাতের চিহ্ন দেখা যায়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ৬৫টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ

বগুড়ার নন্দীগ্রামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে ৫ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট

ন্যায়ভিত্তিক মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন : আবিদুর রহমান সোহেল

বগুড়া শহরে ভুয়া চিকিৎসক গ্রেফতার

উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি : অর্থ উপদেষ্টা