ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর

বগুড়ার শেরপুরে দ্রুত রাস্তা মেরামত করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

বগুড়ার শেরপুরে দ্রুত রাস্তা মেরামত করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের আমতলা ব্রিজ থেকে পারভবানীপুর আল হেরা মসজিদ পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কার্পেটিংয়ে অনিয়মের সংবাদ দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশের পর দ্রুত মেরামত করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নে ১ কিলোমটিার রাস্তা কার্পেটিং ও কালভার্ট নির্মাণে ১ কোটি ২লাখ টাকা বরাদ্দ হয়। সেখানে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শেষ করে রাস্তাটি ও কালভার্টটি জনসাধারনের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়।

পরবর্তীতে এই রাস্তায় নিম্নমানের কাজ হয়েছে মর্মে দৈনিক করতোয়া পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তিতে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত রাস্তাটি পরিদর্শনে যান এবং কিছু কিছু যায়গায় ত্রুটি দেখতে পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠনকে দ্রুত মেরামতের নির্দেশ দিলে সেগুলো মেরামত করা হয়।

আরও পড়ুন

মেরামতের পর এলাকায় সরেজমিনে গেলে আমজাদ হোসেন, রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম দৈনিক করতোয়া পত্রিকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, সংবাদ প্রকাশের পর আমরা রাস্তাটির কাজের ব্যাপারে খোজ খবর নিয়েছি এবং নিজে গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তা মেরামত করে নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে সড়কে নিহত ৪২৮ জন : রোড সেফটি ফাউন্ডেশন

বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা

এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : মির্জা ফখরুল  

নেপালে দুদিনেই নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর অনুকরণীয় দেশ : বাণিজ্য উপদেষ্টা