ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়ায় পৌঁছেছে ফরিদা পারভীনের মরদেহ

কুষ্টিয়ায় পৌঁছেছে ফরিদা পারভীনের মরদেহ

লোক সংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছেছে। তার মরদেহ রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানে পৌঁছায়। সেখানে জানাজা শেষে মা-বাবার কবরে তাকে দাফন করা হবে।

তার লাশবাহী অ্যাম্বুল্যান্স গোরস্তানের সামনে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লালনসম্রাজ্ঞী ফরিদার ভক্ত, পরিবার, স্বজন ও স্থানীয়দের শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তার মরদেহ দেখতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ছুটে আসে।  

লোক সংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।

আরও পড়ুন

তার মৃত্যুর খবরে শিল্পী, কলাকুশলীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে শিল্পীর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে আরেকটি জানাজা  শেষে মরদেহ কুষ্টিয়াতে নিয়ে আসা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান