মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে ৯টার দিকে মিরুখালী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের বাসিন্দা।
মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে।
স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন