কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৭৫ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৭৫ কেজি গাঁজাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আটক আসামিদ্বয়কে কুড়িগ্রামের জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ জানায়, ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে গত শনিবার রাতে একদল চোরাকারবারি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বাংলাদেশে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্তে একদল থানা পুলিশ ব্যাটারিচালিত অটোর মধ্যে বস্তা ভর্তি গাঁজা আটক করে। অন্যান্য আসামিরা পালিয়ে গেলেও দুইজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে পুলিশ।
আরও পড়ুনআটক আসামিদ্বয় হলো- ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বুদারবান্নী গ্রামের খোরশেদ আলী (২৮)। অপর আসামি নাওডাঙ্গা ইউনিয়নের খালি কোটাল গ্রামের শফিকুল ইসলাম (৫০)। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বস্তা ভর্তি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়। বাকি ৬ জন আসামি পালিয়ে যায়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন