ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত,শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী দু-চার দিনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি তথ্য জানান।

স্বরাষ্ট উপদেষ্টা বলেন, আমরা খুব তাড়াতাড়ি বিমানবন্দরে এই গেট খুলে দেব। পাসপোর্ট দেখিয়েই যেন যাত্রীরা ঢুকে যেতে পারেন। আর আমরা বলে দিয়েছি ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের মধ্যে মোটামুটি বিদেশেরগুলো করে দেব।

বিমানবন্দরের ই-গেট কবে নাগাদ খুলে দেওয়া হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ই-গেট ইনস্টল হয়ে গেছে, হয়তো দু-চার দিনের মধ্যেই আমরা খুলে দেব।

আরও পড়ুন

এ সপ্তাহের মধ্যে খুলে দেওয়া হবে কিনা? এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মোটামুটি। তবে এক্সাক্টলি বলতে পারব না। তবে পাসপোর্টের ডিজি থাকলে বলতে পারতেন।

কয়েক বছর আগে ই-গেট স্থাপনের সময় বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, অল্প সময়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই যাত্রীরা নিজে নিজে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ, ই-পাসপোর্ট নিয়ে যখন ই-পাসপোর্টধারী একজন ব্যক্তি ই-গেটের কাছে যাবেন, তখন একটি নির্দিষ্ট স্থানে ই-পাসপোর্টটি রাখলে সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। নির্দিষ্ট নিয়মে গেটের নিচে দাঁড়ানোর পর ক্যামেরা ছবি তুলে নেবে। এরপর সব ঠিকঠাক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রী ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন।

কিন্তু যাত্রীদের অভিযোগ, এখন বিমানবন্দরের কোনো ই-গেট সচল নেই। এর সুফল পাচ্ছেন না তারা। উল্টো ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গু : আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার

ঝিনাইদহে সরিষার তেলে পোড়া মবিল মেশানোর দায়ে একজনের যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৭৫ কেজি গাঁজাসহ ২ যুবক আটক