ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

আনন্দের কথায় খায়রুল ওয়াসীর সুরে শাপলার নতুন গান

সঙ্গীতশিল্পী শাপলা পাল।

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শাপলা পালের নতুন একটি মৌলিক গান অবশেষে প্রকাশ্যে আসার উদ্যোগ নিচ্ছেন শাপলা পাল নিজেই।

দুই বছর আগে প্রজন্মের মেধাবী গীতিকার তারেক আনন্দের লেখা ও খায়রুল ওয়াসীর সুরে ‘তুমি এসো শিশির ভোজ পায়ে’ শিরোনামের একটি গানের কাজ শুরু হয়েছিলো। পরবর্তীতে নানান কারণে গানটির কাজ থেমে যায়। কিন্তু এই সময়ে এসে শাপলা পাল নিজের মৌলিক গান প্রকাশে আরো মনোযোগী হয়ে উঠার কারণে তিনি চাচ্ছেন ‘তুমি এসো শিশির ভোজা পায়ে’ গানটি দ্রুত শ্রোতা দর্শককে উপহার দিতে। তাই এখন তিনি এই গানটির মিউজিক ভিডিওর কাজ দ্রুত সম্পন্ন করে নিজের ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবেন বলে জানালেন। গানটির মিউজিক অ্যারেজম্যান্ট করছে সাউণ্ড হ্যাকার।

শাপলা পাল বলেন,‘ তারেক আনন্দ ভাইয়ের লেখা অনেক গানই বিভিন্ন শিল্পীর কন্ঠে দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তিনি আমার পছন্দের একজন গীতিকবি। তার লেখা এই গানটির প্রতিটি শব্দ আমার প্রিয়। আর ওয়াসী ভাইও কী যে ভীষণ ভীষণ মিষ্টি একটা সুর করেছেন। আমি মুগ্ধ। এই গীতিকবিতায় এর চেয়ে সুন্দর সুর আর হতে পারেনা। যাইহোক অবশেষে গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যেই ভিডিও করে গানটি দ্রুত আমার ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবো। আমার খুউব বিশ্বাস গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’

এদিকে অর্ধযুগ আগে দুর্গার আগমনীকে নিয়ে ‘সারেগামা বেঙ্গলি’তে প্রকাশিত হয়েছিলো ‘জাগো দুর্গা’ শিরোনামের গান। বাণী কুমারের কথায় ও পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীতে গানটি গেয়েছিলেন দ্বিজেন মুখার্জি। দ্বিজেন মুখার্জির কন্ঠে দুর্গার আগমনী এই গানটি বেশ সাড়া ফেলে বিশেষত কলকাতায়। শাপলা পাল ‘জাগো দুর্গা’ গানটি কাভার করে গত মহালয়ার দিনে প্রকাশ করেছেন। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন মনির উদ্দিন।

আরও পড়ুন

‘শাপলা পাল’ ইউটিউব চ্যানেলে ‘আমার ঘরে শ্রাবণ ঝরে’সহ আরো বেশকিছু কাভার সং প্রকাশিত আছে। তার নিজের এই চ্যানেলে প্রকাশিত গানগুলোর জন্যও শাপলা পাল অনেক সাড়া পাচ্ছেন।

এরইমধ্যে বেশ কয়েকটি স্টেজ শোও করেছেন শাপলা। শাপলা পাল চট্টগ্রামের মেয়ে। গানের ভুবনে তার পথচলা মা সঞ্জু পালের হাত ধরে। ছোটবেলা থেকেই শুদ্ধ সুরে সঙ্গীত চর্চা শুরু করেন তিনি একে একে ওস্তাদ অরুন বণিক, রাখাল নন্দী ও সুরবন্ধু অশোক চৌধুরীর কাছে। তার প্রথম মৌলিক গান ‘মনের সীমানা’। প্রথম গানেই দারুণ সাড়া মিলে। অনুপ্রাণিত হয়ে এগিয়ে যান আগামীর পথে। এরপর একে একে আরো প্রকাশিত হয় ‘বৃষ্টি পায়ে’,‘ রাং দে মোরা প্রিয়া’,‘ আমার ঘরে শ্রাবণ ঝড়ে’,‘ মন বলে’,‘ ধোঁয়ার শহর’,‘ বিনয় করিগো প্রিয়’সহ আরো বেশকিছু গান। চট্টগ্রামের নাসিরাবাদ মহিলা কলেজ থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করার পর দেশের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বর্তমানে তিনি মিউজিকে এমএস করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দিতে তিন বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই