ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ব্র্যাণ্ড প্রমোশনে এগিয়ে যাচ্ছেন জান্নাতুল মনি, আগ্রহ রয়েছে মডেলিং-এ

ব্র্যাণ্ড প্রমোশনে এগিয়ে যাচ্ছেন জান্নাতুল মনি, আগ্রহ রয়েছে মডেলিং-এ

অভি মঈনুদ্দীন ঃ জান্নাতুল মনি, এই সময়ের একজন খ্যাতনামা ব্র্যাণ্ড প্রমোটার। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি একজন ব্র্যাণ্ড প্রমোটার হিসেবে কাজ করছেন। ব্র্যাণ্ড’র প্রমোশনের সময় তার ব্যক্তিত্ব, তার শব্দ চয়ন এবং তার হাসি সবাইকে মুগ্ধ করে। একটি পরিমিতিবোধের মধ্যে থেকেই তিনি যথাযথ ব্র্যাণ্ডের প্রমোশন করে থাকেন। মিষ্টি হাসির নজর কাড়া সৌন্দর্য্যের জান্নাতুল মনির আসল নাম আশা মনি। অনেকটা শখের বশেই একসময় ফেসবুকে টুকটাক ভিডিও দিতেন। তখন থেকেই বিভিন্ন ব্র্যাণ্ডের শাড়ি, জামার প্রমোশনের অফার পেতে শুরু করেন। এভাবেই যাত্রা শুরু তার।

বিগত প্রায় দুই বছর যাবত তিনি ঢাকার খিলগাঁওয়ের একটি রেঁস্তোরার ব্র্যাণ্ড প্রমোটার হিসেবে নিয়মিত কাজ করছেন। এরইমধ্যে জান্নাতুল মনি নাটকে অভিনয় করারও প্রস্তাব পেয়েছেন। তবে তার প্রবল আগ্রহ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার। মাগুড়ার মেয়ে জান্নাতুল মনির ‘জান্নাত ফ্যাশন হাউজ’ নামে একটি পেজ রয়েছে। যা তার নিজ বাসা থেকেই পরিচালিত হয়। যেখান থেকে যে কেউ অনায়াসে পছন্দের শাড়ি, থ্রি প্রিস, পাঞ্জাবী, বাচ্চাদের ড্রেস, বোরখা’সহ আরো যাবতীয় অনেক কিছু ক্রয় করতে পারবেন।

আগামীদিনের ভাবনা প্রসঙ্গে জান্নাতুল মনি বলেন,‘ এরইমধ্যে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি অনেক। তবে অভিনয় করবো কী করবোনা এটা নিয়ে দু’টানায় আছি। কিন্তু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার আমার ভীষণ শখ। আর স্বপ্ন দেখি জান্নাত ফ্যাশন হাউজ’টাকে অনেক দূর নিয়ে যেতে। আব্বু আম্মুর প্রতি ভীষণ কৃতজ্ঞতা, কারণ তারা সারাক্ষণ আমার পাশে থেকে আমাকে ভীষণ উৎসাহ দেন। দেখা যাক বাকীটা পথ কতোদূর যেতে পারি। ধন্যবাদ সবাইকে যারা আমাকে নিয়মিত অনুপ্রেরণা দেন, পজিটিভ ভাইভ নিয়ে আমার পাশে থাকেন।’

আরও পড়ুন

১৩ ডিসেম্বর জন্ম নেয়া জান্নাতুল মনির বাবা আব্দুর রাজ্জাক, মা নাজনীন আক্তার। একমাত্র ছোট ভাই অন্তর। মনি পড়াশুনা করেছেন রাজধানীর মিরপুরের একটি স্কুলে ক্লাশ সিক্স পর্যন্ত। এরপর মাগুড়ার আদর্শ সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, নারায়ণগঞ্জ মহিলা কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ তোলারাম কলেজ থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করেন। মাগুড়ার স্কুলের খন্দকার স্যার ও নাসির স্যার তার ভীষণ প্রিয় দুই শিক্ষক। মনির ভালোলাগে মেহজাবীন, আফরান নিশোর অভিনীত নাটক। ভালোলাগে জেমস, আইয়ূব বাচ্চু ও তাহসানের কন্ঠের গান। দেশে তার ঘুরে বেড়ানোর প্রিয় জায়গা কক্সবাজার। তার প্রিয় ব্র্যাণ্ড প্রমোটার সানজিদা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ

মাজার জিয়ারতের কথা বলে সিলেটে নিয়ে স্ত্রীকে হত্যা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

ব্র্যাণ্ড প্রমোশনে এগিয়ে যাচ্ছেন জান্নাতুল মনি, আগ্রহ রয়েছে মডেলিং-এ

নোয়াখালীতে শিবিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০

২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল শাহজালালের আগুন