মহাস্থান বাজার সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পথচারীরা

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের মহাস্থান বন্দর সড়কে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীসহ মহাস্থানগড়ে আগত হাজারো মানুষ। পানি নিষ্কাশনের পাকা ড্রেনেজ ব্যবস্থা থাকলেও ড্রেনের কিছু অংশ ময়লা-আবর্জনা দিয়ে ভরাট হয়ে গেছে, আর কিছু অংশ স্থানীয় ব্যবসায়ীরা ভরাট করে নিজেদের দোকানের সীমানার মধ্যে নিয়েছেন। যার ফলে পানি নিষ্কাশনের পথ অনেকটাই বন্ধ। ফলে বৃষ্টি হলে জলবদ্ধতা লেগেই থাকে।
মহাসড়ক থেকে সংযুক্ত হয়ে বন্দরের মাঝপথ ও মাজার গেটের সামনে দিয়ে শিবগঞ্জ উপজেলা পরিষদ পর্যন্ত পাকা সড়ক গেছে। মাজার গেট থেকে স্থানীয় হাইস্কুল ও মাদ্রাসা পর্যন্ত প্রায় ৫শ’ মিটার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সড়কটি ওই পর্যন্ত নিচু হওয়ার ফলে বৃষ্টি এলেই বন্দরের চারিদিক থেকে পানি এসে ওই সড়কে জমা হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন সড়কের দু’পাশ দিয়ে শতশত দোকানে বেচাকেনা বন্ধ হয়ে যায়। মাজারে আগত হাজার হাজার লোক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়।
আরও পড়ুনস্থানীয় রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক জানান, সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে হাঁটু পানি জমে থাকে। পানির ভেতর চলাচল করতে সব মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য তিনিও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিবেন বলে জানান।
মন্তব্য করুন