ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বগুড়ার ধুনটে কৃষি উদ্যোক্তার বাগানের ফলদ গাছ কেটে ক্ষতি

বগুড়ার ধুনটে কৃষি উদ্যোক্তার বাগানের ফলদ গাছ কেটে ক্ষতি। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় কৃষি উদ্যোক্তা আবু শাহীন আলমের বাগানের পেঁপে ও পেয়ারা গাছ কেটে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত আবু শাহীন আলম বাদি হয়ে একই এলাকার বাবা ও ছেলেসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো-উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আমিনুল ইসলাম, তার ছেলে নাহিদ ও ভাই নজরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ক্ষুদ্রপীরহাটি গ্রামের শাহীন আলম অন্যান্য বছরের মত এবছর বাড়ির অদূরে চারমাথা বাজার এলাকায় প্রায় পাঁচ বিঘা জমিতে পেঁপে ও পেয়ারা গাছ রোপণ করেন। ইতিমধ্যে বাগানের বেশকিছু গাছ থেকে পেঁপে ও পেয়ারা তুলে বিক্রি করছেন।

বিষ্ণপুর চারমাথা বাজার এলাকার নাহিদ (২২) গতকাল রোববার সকাল ১০টায় এক ব্যক্তিকে মারপিট করার সময় তার প্রতিবাদ করেন শাহীন আলম। এ ঘটনার জের ধরে রোববার দিবাগত রাত ১টায় নাহিদ ও তার বাবা-চাচা মিলে ওই ফলদ বাগানের ৫০টি গাছ কেটে ক্ষতি করে।

আরও পড়ুন

এ বিষয়ে নাহিদের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে নাহিদের বাবা আমিনুল ইসলাম বলেন, আমার ছেলে মানসিক রোগী। সে মাঝে মধ্যেই মানুষের সাথে দুর্ব্যবহার করে। এ বিষয় নিয়ে শাহীন আলমের সাথে বিরোধ রয়েছে।

ওই বিরোধের কারণে আমাদের ফাঁসানোর জন্য নিজেই বাগানের গাছ কেটে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, বাগানের ফলদ গাছ কেটে ক্ষতি করার অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি হু হু করে বাড়ছে 

সিরাজগঞ্জের উল্লাাপাড়ার করতোয়া নদীতে বাইচালদের সংঘর্ষে আহত ১৭

বগুড়ার ধুনটে কৃষি উদ্যোক্তার বাগানের ফলদ গাছ কেটে ক্ষতি

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ইজারা আদায়কে কেন্দ্র করে ব্যাপক গুলিবর্ষণ, ২ জন গুলিবিদ্ধ 

মহাস্থান বাজার সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পথচারীরা