ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৫, ১১:৩৪ রাত

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধন

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধন। ছবি : শফিকুল ইসলাম শফিক

করতোয়া ডেস্ক : ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের ছাটাই ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আজ সোমবার (৬ অক্টোবর) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান-
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ বগুড়া : সকালে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ বগুড়া যৌথভাবে আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও ব্যাংকের গ্রাহক অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী মাহফুজুল হক, হুজাইফা, তারেক সিদ্দিকী, কাহার উদ্দিন প্রমুখ।

কাহালু (বগুড়া) : সকালে কাহালু চারমাথা রেলগেটসংলগ্ন ইসলামী ব্যাংক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল মোমিন, উপজেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ব্যবসায়ী শহীদুল ইসলাম ডাবলু প্রমুখ।

শেরপুর (বগুড়া) : সকালে শেরপুর প্রেস ক্লাবের সামনে জাফরুল ইসলামের সঞ্চানলায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসস্ট্যান্ড ব্যাবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম শিরু, প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, সাংবাদিক আকরাম হোসাইন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হেদায়েতুল ইসলাম, হাফেজ জহুরুল ইসলাম, গ্রাহক জাফরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

ধুনট (বগুড়া) : সকালে ইসলামী ব্যাংক ধুনট শাখা কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রভাষক আতাউর রহমান, আব্দুল্লাহেল বাকী, মুজাহিদুল ইসলাম মিঠু, তরিকুল ইসলাম, আবুল কাসেম, গোলাম ফারুক, লিটন মিয়া ও সজিব আহমেদ প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : এদিন সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলা সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহক ফোরামের পক্ষে কেএম হেলালুল ইসলাম, জিয়াউল হক লিটন, আব্দুর রহিম, আজহার আলী, আবু বক্কর, আব্দুল কুদ্দুছ, মাওলানা বুলবুল আহমেদ বাশার, আবু সাঈদ, আব্দুল মতিন, ইব্রাহিম আলী প্রমুখ।

সান্তাহার (বগুড়া) : সকালে ব্যাংকের সান্তাহার শাখার মূল ফটকের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সভাপতি আব্দুল মোত্তালেব, সেক্রেটারি সালমান ফারসী, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, অধ্যাপক মাহতাব উদ্দীন, আহসান হাবীব তুহিন, ব্যবসায়ী তরিকুল ইসলাম ও শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরখাস্ত হলেন রাবির তিন শিক্ষক, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত

‘কমপ্লিট শাটডাউন’ নিয়ে যে বার্তা দিলেন প্রাথমিকের শিক্ষকরা

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

বগুড়া শহরের চাঁদনী বাজার মোড় আজও হয়নি ক্লক টাওয়ার নির্মাণ দখল-দূষণে অন্তহীন দুর্ভোগ

স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল