বগুড়ার কাহালুতে ড. মোস্তফা ফায়সাল পারভেজের নিজস্ব অর্থায়নে নবনির্মিত অজুখানার উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : জামায়াত মনোনীত বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজের নিজস্ব অর্থায়নে নবনির্মিত কাহালু পৌর এলাকার দলগাড়া জামে মস্জিদের অজুখানার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার অজুখানার উদ্বোধন করেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম রেজাউল আখলাক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল মোমিন, পৌর জামায়াতের সেক্রেটারি সাবেক কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল, বায়তুল মাল সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা লুৎফর রহমান, জামায়াত নেতা ফকরুল ইসলাম, হুমায়ন কবির সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুনমন্তব্য করুন