ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আল আমিন (১৫) নামে এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।। সে উপজেলার ধীরগঞ্জ বকুয়া বটতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ধীরগঞ্জে আল আমিন আইসক্রিম ফ্যাক্টরিতে।
আইসক্রিম ফ্যাক্টরির মালিক আব্দুর রাজ্জাক বলেন, আল আমিন তার ছেলে। সে এখানে কাজ করতো। গত বৃহস্পতিবার রাতে তাকে কারখানায় রেখে আমি বাড়ি চলে যাই। ভোররাত অনুমান সাড়ে তিনটার দিকে আমি বাড়ি থেকে কারখানায় গিয়ে দেখি ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঝুলে আছে।
আরও পড়ুনহরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন