সিরাজগঞ্জে হাজী বিরিয়ানির জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিরাজগঞ্জ জেলার যৌথ অভিযানে হাজী বিরিয়ানির রান্নাঘর পরিদর্শন করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী ও নিষিদ্ধ রন্ধন সামগ্রী পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে পৌর শহরের এসএস রোডস্থ মুক্তিযোদ্ধার গলি টুকু ব্রিজ সংলগ্ন হাজী বিরিয়ানির রান্নাঘর পরিদর্শন করা হয়। এসময় ৪০ লিটার লেবেলহীন বোরহানি, ১ বস্তা লেবেলহীন ইন্ডাস্ট্রিয়াল লবণ ও ৪৩০ বোতল ক্বেওরা জল জব্দ করা হয়।
আরও পড়ুনপরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ। এসময় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিরাজগঞ্জ জেলার মো. আতিকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন