বগুড়ার ধুনটে স্বামী মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় স্বামীর কাছে মোবাইল কেনার বায়না ধরে না পেয়ে আইরিন জাহান (১৮) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত আইরিন জাহান উপজেলার বথুয়াবাড়ি গ্রামের সাদিক হাসানের স্ত্রী। আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ধুনট থানা পুলিশ বথুয়াবাড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে আইরিনের মৃতদেহ থানা হেফাজতে নেয়। এ ঘটনায় উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিকেলে আইরিনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইরিন ও সাদিক দম্পতি জীবিকার তাগিদে প্রায় ৬ মাস ধরে ঢাকার আশুলিয়া কাঠগাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে আশুলিয়া এলাকায় অটোভ্যান চালান, আর আইরিন বাসায় অবস্থান করেন। আইরিন কয়েক মাস ধরে স্বামীর কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু আর্থিক সংকটের কারণে স্ত্রীকে মোবাইল ফোন কিনে দিতে পারেননি সাদিক।
তবে সাদিক মোবাইল ফোন কিনে দিবে বলে স্ত্রীর কাছে এক মাস সময় চেয়েছিলেন। কিন্তু স্বামীর প্রতিশ্রুতিতে মন ভরেনি স্ত্রীর। এ অবস্থায় মঙ্গলবার বিকেলে সাদিক অটোভ্যান চালানোর জন্য বাইরে যান। এসময় আইরিন নিজ ঘরের ভেতর তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে সাদিক স্ত্রীর মৃতদেহ নিয়ে রাতেই গ্রামের বাড়িতে ফিরে আসেন। সংবাদ পেয়ে থানা পুলিশ স্বামীর বাড়ি থেকে আইরিনের মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুনধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আইরিনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন