জামায়াত প্রার্থী বিজয়ী হলে বাসস্ট্যান্ড দখলকারীদের ঠাঁই হবে না : আবিদুর রহমান সোহেল
বগুড়া সদর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল গতকাল বুধবার সকালে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন।
এসময় তার সাথে ছিলেন-অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, ১৫নং ওর্য়াড জামায়াতের আমির মাওলানা আবু হুর ফারাজি, নায়েবে আমির মুক্তার হোসেন, সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াত প্রার্থীকে ভোট দিলে বাসস্ট্যান্ড দখলকারী সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না।
আরও পড়ুনযারা অন্যায়ভাবে চাঁদা আদায় করে তাদের সকলের কর্মসংস্থান তৈরি করে চাঁদাবাজি চিরতরে উৎখাত করা হবে। জনগণ এবার সন্ত্রাস, দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে বেছে নিবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763051889.jpg)
_medium_1763051300.jpg)
_medium_1763049843.jpg)





_medium_1763046599.jpg)
