ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

চরম দুর্ভোগে জনজীবন

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে টানা ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও মহাসড়কে হাটু পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে পৌর এলাকা, শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা, হামছায়াপুর, শেরুয়া বটতলা, ধড়মোকাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল ও বাজারঘেঁষা রাস্তাঘাট এবং বসতবাড়িগুলোতে পানি ঢুকে পড়েছে। আজ বুধবার ভোর রাত থেকে টানা বৃষ্টির ফলে ঢাকা বগুড়া মহাসড়কের হামছায়াপুর ও শেরুয়া বটতলা এলাকায় মহাসড়কে হাটু পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে দূরপাল্লার গাড়ীগুলো চলাচল করছে।

যার ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এছাড়াও গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাগুলোর বিভিন্ন অংশে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পানি সঠিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শেরুয়া বটতলা ও ধড়মোকাম হাইওয়ে রোড প্রায় ৩ফুট পানিতে তলিয়ে যায় ফলে স্বাভাবিক গাড়ী চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, পর্যাপ্ত ড্রেন না থাকা ও অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। কিন্তু এবার টানা বৃষ্টিতে ঘরবাড়ির ভেতরে পর্যন্ত পানি ঢুকে পড়েছে। ফলে রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

পৌরশহরের হামছায়াপুর (খন্দকারপাড়া) ৯নং ওয়ার্ডের বাসিন্দা আলহাজ¦ নুরুল ইসলামের বাড়ির ভিতর হাটু পানি। ঘরের আসবাপত্র পানিতে তলিয়ে গেছে। একই চিত্র লক্ষ্য করা যায় শাহবন্দেগী ইউনিয়নের প্রায় প্রতিটি বসতবাড়িতে। অনেকেই ড্রেনেজ পাম্প দিয়ে পানি সেচ দিয়ে আসবাবপত্র রক্ষা করেছেন।

শাহ-বন্দেগী ইউনিয়নের প্রশাসক আব্দুল জব্বার বলেন, এই রোডস এন্ড হাইওয়ের কাজ, তারপরেও পানি দ্রুত নিস্কাসনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। শেরপুর উজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান বলেন, হঠাৎ করেই অতিরিক্ত বর্ষনের ফলে এই সমস্যান সৃষ্টি হয়েছে। তাছাড়া আগের মত পানি নিস্কাসনের পর্যাপ্ত জায়গা না থাকা ও অপরিকল্পিত বাড়ী ঘড় নির্মানের ফলে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। খুব দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করল পুলিশ

হিন্দু ধর্মাবলম্বীদের দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা  

ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন: ধর্ম উপদেষ্টা