ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৬

বগুড়ার শাজাহানপুরে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৬

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : স্ত্রী, শ্যালিকা ও শিশু সন্তানকে যাত্রী সাজিয়ে বগুড়ার শাজাহানপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ছিনতাই চক্রের ছয় সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে এবং ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলো-শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর দেওয়ানপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে সুলতান (৩৬), সুলতানের স্ত্রী মল্লিকা (২৬), ডোমনপুকুর কারিগরপাড়ার নুর আরমের ছেলে সুমন (২৫), খাদাস হাটখোলাপাড়ার মৃত নিয়ামতুল্লাহ ফকিরের ছেলে শহিদুল ইসলাম ওরফে সব্দুল (৪২), ডোমনপুকুর দেওয়ানপাড়ার নুরনবীর স্ত্রী সুমাইয়া বেগম (২২) এবং শাকপালা গোয়ালগাড়ী এলাকর মৃত আজিমুদ্দিনের ছেলে মাসুদ রানা (২২)।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার নিজগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত নবাব আলী আকন্দের ছেলে ইজিবাইক চালক মেহেদী হাসান আকন্দ (৩৭) যাত্রী পাওয়ার আশায় সোমবার রাত ৮টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় ইজিবাইক নিয়ে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে অজ্ঞাতনামা দুই মহিলা ভাড়া মিটিয়ে শাজাহানপুর উপজেলার আশেকপুর শাহপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা করেন।

আরও পড়ুন

রাত সাড়ে ৮টার দিকে আশেকপুর শাহপাড়া ঈদগাহসংলগ্ন পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুই পুরুষ ইজিবাইকের পথরোধ করে এবং জোর করে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে ইজিবাইক নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় পরদিন মঙ্গলবার ইজিবাইক চালক মেহেদী হাসান আকন্দ শাজাহানপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর পুলিশ অভিযান শুরু করে এবং শেরপুর থানা পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে এবং ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। গতকালই তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করল পুলিশ

হিন্দু ধর্মাবলম্বীদের দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা  

ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন: ধর্ম উপদেষ্টা